ঢাকা টু গাইবান্ধা বাসের সময়সূচী ২০২৩ ভাড়া, অনলাইন টিকিট

ঢাকা টু গাইবান্ধা বাসের সময়সূচী ২০২৩ ভাড়া, অনলাইন টিকিট আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন একটি তথ্য। আজকে আপনারা জানতে পারবেন ঢাকা থেকে গাইবান্ধা এই রুটে চলাচলকারী প্রত্যেকটি বাসের তথ্য। ঢাকা থেকে গাইবান্ধা এই রুটে যেসব বাস চলাচল করে সেইসব বাসের নাম আমরা আজকে আপনাদের জানাবো। ঢাকা থেকে গাইবান্ধা এ রুটে চলাচলকারী প্রত্যেকটি বাসের ভাড়া আপনারা আজকে জানতে পারবেন। এবং সর্বশেষে আপনারা জানতে পারবেন এ বাসের টিকিট গুলো, আপনারা কিভাবে অনলাইন থেকে খুব সহজেই কাটতে পারবেন। ঢাকা থেকে গাইবান্ধা এ রাস্তাটি বেশ পরিচিত। প্রতিনিয়ত ঢাকা থেকে গাইবান্ধা যোগাযোগ স্থাপন হচ্ছে এই রাস্তার মাধ্যমে। ঢাকার মানুষ তাদের বিভিন্ন প্রয়োজনে গাইবান্ধা শহরে যেতে পারেন ।

অনেক কয়টি মাধ্যমের মধ্য হতে মানুষ সবার আগে বাসে যাত্রা করতেই বেশি পছন্দ করেন। কারণ বাসে যাতায়াত সবথেকে সহজ মনে হয়। অন্যান্য অপশনগুলি আপনি যদি বেছে নেন তাহলে আপনি আপনার ইচ্ছা মতন যাত্রা করতে পারবেন না। এবং সেক্ষেত্রে আপনার খরচ বেশি পড়ে যেতে পারে।

ঢাকা টু গাইবান্ধা বাসের সময়সূচী

ঢাকা টু গাইবান্ধা বাসের সময়সূচী ২০২৩
ঢাকা টু গাইবান্ধা বাসের সময়সূচী ২০২৩

আমরা এই অংশের মাধ্যমে আমাদের আলোচনার মূল যে অংশ সে অংশে চলে এসেছি। এ অংশে আপনারা জানতে পারবেন ঢাকা টু গাইবান্ধা এ রুটে চলাচলকারী যেসব বাস রয়েছে সে বাস গুলোর সময়সূচী সম্পর্কে।বাসগুলো কখন ঢাকা থেকে গাইবান্ধার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং কখন ঢাকা তে পৌঁছায় এ সম্পর্কে তথ্য আপনারা এখানে পেয়ে যাবেন। এবং আপনারা আরও জানতে পারবেন যে বাসগুলো এসি না নন এসি বাস এবং বাসগুলির কোম্পানির নাম গুলো আপনারা এখানে জানতে পারবেন।

সকালের বাসের সময়সূচী

আপনারা যারা সকালের বাসে আপনার দূরের যাত্রা করতে পছন্দ করেন তাদের জন্য ঢাকা টু গাইবান্ধা এরোডে হানিফ পরিবহনের একটি বাস চালু রয়েছে। এই বাসটি ঢাকা কাউন্টার থেকে সকাল 5:30 এ গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দিবে এবং গাইবান্ধা কাউন্টারে গিয়ে পৌঁছবে সকাল 11 টা 10 মিনিটে। সকালের যাত্রায় এরোডে অরিন ট্রাভেলস এর একটি বাস চালু রয়েছে। এই বাসটি সকাল 7 টা 10 মিনিটে ঢাকা থেকে তার যাত্রা শুরু করবে এবং দুপুর 3:30 মিনিটে তার যাত্রা শেষ করবে গাইবান্ধা কাউন্টারে গিয়ে। এটি একটি নন এসি বাস। আলহামরা পরিবহন লিঃ এর একটি বাস রয়েছে যেটি এরোডে সকাল 7 টা 20 মিনিটে তার যাত্রা শুরু করে এবং গাইবান্ধা কাউন্টারে গিয়ে তার যাত্রা শেষ করে দুপুর 3 টা 10 মিনিটে।

ইউনিটি পরিবহনের একটি বাস রয়েছে এই বাসটি সকাল 7:30 এ তার যাত্রা শুরু করে এবং ঢাকা হয়ে গাইবান্ধা দিয়ে তার যাত্রা শেষ করে দুপুর 2 টা 30 মিনিটে। অরিন পরিবহনের একটি বাস রয়েছে। এই বাসটি একটি নন এসি বাস। অরিন পরিবহনের এই নন এসি বাস সকাল 9 টা 10 মিনিটে ঢাকা থেকে গাইবান্ধায় তার যাত্রা শুরু করবে এবং দুপুর 3:30 মিনিটে তার গন্তব্যস্থলে পৌঁছাবে।এস আর ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের একটি বাস এ রুটে চলাচল করে। এই বাসটি তার যাত্রা শুরু করবে সকাল 11 টা 15 মিনিটে এবং তার গন্তব্যস্থলে পৌঁছাতে বিকেল 5 টা 15 মিনিটে।

দুপুরের বাসের সময়সূচী

এস আর ট্রাভেলস প্রাইভেট লিমিটেড কোম্পানি অনেকগুলি বাস এই রুটে চলাচল করে। তাদের মধ্যে একটি বাস রয়েছে যেটি দুপুর 12 টা 15 মিনিটে ঢাকা কাউন্টার থেকে গাইবান্ধা কাউন্টারে তার যাত্রা শুরু করে এবং তার যাত্রা শেষ করে সন্ধ্যা 7 টা 15 মিনিটে। এটি একটি এসি বাস । আলহামরা পরিবহন এর একটি বাস রয়েছে এই রুটে চলাচল করে। এই বাসটি দুপুর 1:00 টায় ঢাকা কাউন্টার থেকে তার যাত্রা শুরু করে এবং রাত 8 টা 10 মিনিটে তার যাত্রা শেষ করে। এটি একটি এসি বাস  আপনারা চাইলে এই বাসটিতে খুব আরামদায়ক ভাবে আপনার যাত্রা সম্পূর্ণ করতে পারেন।

এস আর ট্রাভেলস প্রাইভেট লিমিটেড এর আরো একটি নন এসি বাস রয়েছে। এই বাসটি দুপুর 1:30 মিনিটে তার যাত্রা শুরু করে এবং যাত্রা শেষ করে সন্ধ্যা 7 টা 30 মিনিটে।। হানিফ পরিবহনের একটি নন এসি বাস এ রুটে চলাচল করে। এই বাসটি দুপুর 2 টায় ঢাকা কাউন্টার থেকে গাইবান্ধার উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে এবং তার যাত্রা শেষ করে গাইবান্ধা কাউন্টারে রাত 8 টা 10 মিনিটে। অরিন ট্রাভেলস এর একটি বাস দুপুর 3 টা 10 মিনিটে ঢাকা থেকে গাইবান্ধার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং 11 টা 15 মিনিটে গাইবান্ধায় তার যাত্রা শেষ করে।

রাতের বাসের সময়সূচী

ঢাকা থেকে গাইবান্ধা যারা রাতের যাত্রা পছন্দ করেন তাদের জন্য অরিন ট্রাভেলস এর একটি নন এসি বাস রয়েছে। এই বাসটি রাত 9 টা 10 মিনিটে ঢাকা থেকে গাইবান্ধার উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে এবং তার যাত্রা শেষ করে গাইবান্ধা কাউন্টারে গিয়ে ভোর 4 টা 55 মিনিটে। এস আর ট্রাভেলস প্রাইভেট লিমিটেড কোম্পানির একটি নন এসি বাস সার্ভিস রয়েছে যেটি 9:45 মিনিটে ঢাকা থেকে গাইবান্ধার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং গাইবান্ধা কাউন্টারে পৌঁছায় দুপুর 3 টা 45 মিনিটে। আলহামরা পরিবহন লিঃ এর একটি এসি বাস চালু রেখেছে এই রোডে। রাতের বেলা এসি বাসে যারা যাত্রা করতে পছন্দ করেন তারা এই বাসটিতে খুব আরামদায়ক ভাবে আপনার যাত্রা সম্পন্ন করতে পারেন। এই বাসটি তার যাত্রা শুরু করবে রাত 9 টা 45 মিনিটে এবং তার যাত্রা শেষ করবে সকাল ছয়টা 10 মিনিটে।

হানিফ পরিবহন এর একটি বাস যেটি রাতের বেলা ঢাকা থেকে গাইবান্ধার উদ্দেশ্যে তার যাত্রা করে।এই বাসটি রাত 11 টায় ঢাকা থেকে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেয় এবং গাইবান্ধা গিয়ে পৌঁছায় ভোর 4 টা 55 মিনিটে। অরিন ট্রান্সপোর্ট লিঃ তাদের একটি নন এসি বাস রাতের যাত্রা এ রুটে চালু রেখেছে। রাতের শেষভাগে রাত 11:30 মিনিটে ঢাকা কাউন্টার থেকে তার যাত্রা শুরু করবে এবং গাইবান্ধা কাউন্টারে গিয়ে তার যাত্রা শেষ করবে সকাল 6 টা 10 মিনিটে।

ঢাকা টু গাইবান্ধা বাসের ভাড়া

এতক্ষণ আপনারা জানলেন ঢাকা টু গাইবান্ধা এ রুটে চলাচল করে প্রত্যেকটি বাস কোম্পানির নাম এবং তাদের সময়সূচী সম্পর্কে। এখন জানবেন এই বাসগুলোর ভাড়া সম্পর্কে। ঢাকা থেকে গাইবান্ধা এরোডে যেসব নন এসি বাস চলাচল করে তারা তাদের নন এসি বাসের টিকিট মূল্য নির্ধারণ করেছে 450 টাকা। বাস গুলো হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ, অরিন ট্রাভেলস, আলহামরা পরিবহন, ইউনিটি পরিবহন, এস আর ট্রাভেলস প্রাইভেট লিমিটেড। এই সবগুলো কোম্পানির বাস এ রুটে চলাচল করে।

ঢাকা টু গাইবান্ধা বাসের সময়সূচী ২০২৩
ঢাকা টু গাইবান্ধা বাসের সময়সূচী ২০২৩

এসি বাসের ভাড়া

ঢাকা থেকে গাইবান্ধা এরোডে চলাচলকারি যেসব এসি বাস রয়েছে তারা তাদের প্রত্যেকটি বাসের টিকিট মূল্য নির্ধারণ করেছে 600 টাকা। শুধুমাত্র এস আর ট্রাভেলস প্রাইভেট লিমিটেড তাদের এসি বাসের টিকিট মূল্য নির্ধারণ করেছে 700 টাকা। আপনারা যদি আলহামরা পরিবহন এর এসি বাসে যাত্রা করতে চান তাহলে টিকিট প্রতি আপনাকে 600 টাকা এবং এস আর ট্রাভেলস এর যাত্রা করতে চাইলে প্রতি টিকিট মূল্য আপনাকে 700 টাকা খরচ করতে হবে।

অনলাইনে ঢাকা টু গাইবান্ধা বাসের টিকিট

আপনি যদি অনলাইনে ঢাকা টু গাইবান্ধা এ রুটের বাসের টিকিট কাটতে চান তাহলে খুব সহজেই এটি কাটতে পারবেন। ঝটপট আপনার মোবাইল থেকে ঢুকে পড়ুন shohoz.com এবং সেখানে দেখানো তিনটি পদ্ধতি বা ধাপ অতিক্রম করে আপনার বাসের টিকিট কেটে ফেলুন। আপনি shohoz.com থেকে ঢাকা টু গাইবান্ধা এই রুটে চলাচলকারী বাস পেয়ে যাবেন। আপনি আপনার পছন্দ অনুযায়ী বাস সিলেক্ট করুন এবং যাত্রা উপভোগ করুন।

Leave a Comment