ঢাকা টু বান্দরবান বাসের সময়সূচী ২০২৩ ভাড়া, অনলাইন টিকিট

আজকে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে বহুল আলোচিত একটি অনুচ্ছেদ। আজকে আমরা ঢাকা টু বান্দরবান রুটে চলাচলকারী প্রত্যেকটি বাসের তথ্য নিয়ে আলোচনা করব। ঢাকা টু বান্দরবান রোড ব্যাপকভাবে পরিচিত পর্যটন কারীদের জন্য। যারা সৌন্দর্যপিপাসু রয়েছেন তারা বিশেষ করে এই রুটে নিয়মিত চলাচল করেন। বান্দরবানে রয়েছে বিপুল পরিমাণে প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডার। যেখানে প্রতিদিন হাজারো মানুষ সেই সৌন্দর্য উপভোগ করার জন্য দেশ-বিদেশ থেকে বান্দরবানে আসে। এছাড়াও আরো বহু কারণবশত ঢাকা টু বান্দরবান এরোডে বহু মানুষ চলাচল করে। আমরা এখন এই রুটে চলাচলকারী প্রত্যেক গাড়ির নাম সহ উল্লেখ করব। এছাড়াও এই গাড়িগুলো কখন কোথায় থেকে ছেড়ে যাবে এবং কখন কোথায় পৌঁছাবে সে বিষয় নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব।

বান্দরবানে সঙ্গে ঢাকার যোগাযোগ মাধ্যম খুবই ভালো। বান্দরবানে সাথে ঢাকার আকাশ পথে যোগাযোগ থাকলেও বেশিরভাগ মানুষ বাস এর মাধ্যমে বান্দরবান থেকে ঢাকা যাতায়াত করেন। এ সকল মানুষের সুবিধার লক্ষ্যে আমরা আমাদের ওয়েবসাইটে ইতিপূর্বে অনেক ট্রাভেলিং সম্পর্কিত পোস্ট আপলোড করেছি। আজকে আমরা আমাদের এই পোস্টে আপলোড করতে যাচ্ছি ঢাকা টু বান্দরবান এই রুটে চলাচলকারী প্রত্যেকটি বাসের তথ্য সম্পর্কে। এ তথ্যগুলো পেলে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন ঢাকা টু বান্দরবান এ রুটে কোম্পানির কোন বাস চলাচল করে এবং বাসগুলো কখন চলাচল করে। এছাড়া আপনারা জানতে পারবেন বাসগুলো সময়সূচী এবং ভাড়া সম্পর্কে. আপনারা আরও জানতে পারবেন কিভাবে অনলাইনে বাসের টিকিট কাটতে হয়

ঢাকা টু বান্দরবান বাসের সময়সূচী

ঢাকা টু বান্দরবান বাসের সময়সূচী ২০২৩
ঢাকা টু বান্দরবান বাসের সময়সূচী ২০২৩

সকালের বাসের সময়সূচী

বাংলাদেশের বাস কোম্পানি গুলোর মধ্যে হানিফ এন্টারপ্রাইজ সর্ববৃহৎ কোম্পানি। বাংলাদেশে যে কয়টি বাস কোম্পানি রয়েছে তার মধ্যে হানিফ এন্টারপ্রাইজ সবথেকে বড়। হানিফ এন্টারপ্রাইজ এর বেশ কয়েকটি বাস ঢাকা টু বান্দরবান এ রুটে চলাচল করে। এদের মধ্যে একটি বাস সকাল 7 টা 30 মিনিটে ঢাকা থেকে ছেড়ে যায় বান্দরবানের উদ্দেশ্যে। এবং সন্ধ্যা 6 টা 10 মিনিটে বান্দরবানে এসে পৌঁছায়। আপনারা যারা ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে সকালের বাসে আপনার যাত্রা সম্পূর্ণ করতে চান তাদের জন্য হানিফ এন্টারপ্রাইজ এর একটি নন এসি বাস এ রুটে চালু রয়েছে। হানিফ এন্টারপ্রাইজ এর এই নন এসি বাস সকাল 8:15 মিনিটে ঢাকা কাউন্টার থেকে বান্দরবানের উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে। এবং সন্ধ্যা 6 টা 10 মিনিটে বান্দরবান কাউন্টারে এসে তা যাত্রা শেষ করে।

সেন্ট মার্টিন হ্যুন্দাই রবি এক্সপ্রেস এর একটি এসি বাস এ রুটে চালু রয়েছে। রবি এক্সপ্রেস এর এসি বাস সকাল 8 টা 45 মিনিটে ঢাকা কাউন্টার থেকে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যায়। এবং বিকেল 5 টা 10 মিনিটে বান্দরবান কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে। আপনারা চাইলে খুব আরামদায়ক ভাবে সকালের এই এসি বাসে আপনার যাত্রা সম্পূর্ণ করতে পারেন।হানিফ এন্টারপ্রাইজ এর বেশ কয়েকটি নন এসি বাস ঢাকা টু বান্দরবান এ রুটে চলাচল করে। তার মধ্যে একটি বাস রয়েছে যেটি সকাল 9 টা 1 মিনিটে ঢাকা কাউন্টার থেকে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যায়। এবং বান্দরবান কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে সন্ধ্যা 7:10 এ মিনিটে।

রাতের বাসের সময়সূচী

রাতেও বেশ কয়েকটি বাস ঢাকা টু বান্দরবান এ রুটে চলাচল করে। হানিফ এন্টারপ্রাইজ এর একটি নন এসি বাস রাত 9 টা 15 মিনিটে বান্দরবানের উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে এবং সকাল 6 টা 1 মিনিটে বান্দরবানে এসে পৌঁছায়। হানিফ এন্টারপ্রাইজ এর বেশ কয়েকটি বাস ঢাকা থেকে বান্দরবান এ রুটে চলাচল করে। এরমধ্যে হানিফ এন্টারপ্রাইজ এর একটি এসি বাস রয়েছে যেটি রাত 11 টা 1 মিনিটে ঢাকা কাউন্টার থেকে বান্দরবানের উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে এবং সকাল 6 টা 1 মিনিটে বান্দরবান কাউন্টার এসে তার যাত্রা শেষ করে। সেন্ট মার্টিন হ্যুন্দাই রবি এক্সপ্রেস এর বেশ কয়েকটি বাসের মধ্যে একটি এসি বাস রয়েছে যেটি ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে রাত 11:30 মিনিটে। এবং বান্দরবান কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে সকাল 7 টা 1 মিনিটে।

সেন্ট মার্টিন হ্যুন্দাই রবি এক্সপ্রেস এর আরো একটি নন এসি বাস এ রুটে চলাচল করে। আপনারা যারা ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে রাতের বাসে একটু আরামদায়কভাবে আপনার যাত্রা সম্পূর্ণ করতে ইচ্ছুক তাদের জন্য সেন্ট মার্টিন হ্যুন্দাই এক্সপ্রেস এর একটি এসি বাস রাত 11 টা 55 মিনিটে অর্থাৎ রাতের শেষভাগে তার যাত্রা শুরু করে এবং সকাল 6 টা 50 মিনিটে বান্দরবানে সে তার যাত্রা শেষ করে।

নন এসি বাসের ভাড়া

ঢাকা থেকে বান্দরবান এ রুটে হানিফ এন্টারপ্রাইজের বেশ কয়েকটি বাস চলাচল করে। তারা তাদের নন এসি বাসের ভাড়া নির্ধারণ করেছে 620 টাকা।সেন্ট মার্টিন হ্যুন্দাই রবি এক্সপ্রেস এর বেশ কয়েকটি বাস ঢাকা থেকে বান্দরবান এ রুটে চলাচল করে। তারা তাদের নন এসি বাসের ভাড়া নির্ধারণ করেছে 680 টাকা। আপনারা যারা ঢাকা থেকে বান্দরবান এর উদ্দেশ্যে নন এসি বাসে আপনার যাত্রা সম্পন্ন করতে চান তাদের 620 থেকে 680 টাকা সিট প্রতি খরচ করতে হবে। হানিফ ইন্টার প্রাইস এর বেশ কয়েকটি এসি বাস ঢাকা থেকে বান্দরবান এ রুটে চলাচল করে। তারা তাদের এসি বাসের সিট প্রতি ভাড়া নির্ধারণ করেছে 1400 টাকা।

সেন্ট মার্টিন হ্যুন্দাই রবি এক্সপ্রেস এর বেশ কয়েকটি এসি বাস ঢাকা টু বান্দরবান রুটে চলাচল করে। তারা তাদের এসি বাসের সিট প্রতি ভাড়া নির্ধারণ করেছে 1000 টাকা এবং 1400 টাকা। আপনারা যারা ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে এসি বাসে একটু আরামদায়কভাবে আপনার যাত্রা সম্পূর্ণ করতে চান তাদের সিট প্রতি 1400 টাকা থেকে 1000 টাকা খরচ করতে হবে।

অনলাইনে বাসের টিকিট

ঢাকা টু বান্দরবান বাসের সময়সূচী ২০২৩
ঢাকা টু বান্দরবান বাসের সময়সূচী ২০২৩

অনলাইনে বাসের টিকিট কাটার জন্য প্রথমে আপনাকে যা করতে হবে, আপনাকে আপনার মোবাইলের অথবা কম্পিউটারের যেকোন একটি ব্রাউজার ওপেন করতে হবে। এবং সেখান থেকে com এর প্রবেশ করতে হবে। সেখান থেকে সার্চ দিতে হবে আপনার গন্তব্য স্থানে যাওয়ার বাস গুলো সম্পর্কে।যাত্রা শুরুর সময় এবং শেষের সময় উল্লেখ করতে হবে এবং যাত্রা তারিখ উল্লেখ করতে হবে।সিলেক্ট করতে হবে আপনার পছন্দের বাস এবং বাসের সিট। এরপরে আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে আপনার টিকিটের মূল্য।

পেমেন্ট করার পর আপনার কাছে অনেক কয়েকটি অপশন আসবে। আপনি অনেক কয়টি অপশন এর মধ্য থেকে যে কোন একটি অপশন বেছে নিতে পারেন। অথবা আপনি বিকাশের মাধ্যমে আপনার পেমেন্ট সম্পন্ন করতে পারেন।পেমেন্ট কমপ্লিট হলে আপনার টিকিট কাটার প্রক্রিয়াটি শেষ হয়ে যাবে।এরপর টিকিটটি আপনাকে ফটোকপি করে নিতে হবে এবং যাত্রার সময় সে টিকিট টা আপনার সাথে অবশ্যই নিয়ে যেতে হবে।আশাকরি আমাদের এই অনুচ্ছেদ টি পড়ে আপনাদের সমস্যার সমাধান হবে।

Leave a Comment